ঈদে মিলাদুন্নবি: ইফার পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদযাপন উপলক্ষে শুরু হয়েছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা। বুধবার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পক্ষকালব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল বায়তুল জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. রুহুল আমীন।
আরও পড়ুন>> পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর
এছাড়াও অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) ১৪৪৫ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ওলামায়ে কেরাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. মনিরুজ্জামান, পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরএমএম/ইএ/জিকেএস