আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার মজুত, জরিমানা দুই লাখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার মজুত করার অপরাধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় আনোয়ার ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ সেপ্টেম্বর) নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের ভক্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এসময় ওই এলাকা থেকে দুই দিনের মধ্যেই মজুত গ্যাস সিলিন্ডার অপসারণ করার জন্য প্রতিষ্ঠানের প্রতিনিধি জীবনকে নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন>> কামরাঙ্গীরচর-লালবাগে নকল পণ্য বিক্রি, জরিমানা ৩৮ লাখ

এ বিষয়ে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জাগো নিউজকে বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রতি বুধবার নিজ কার্যালয়ে গণশুনানি করেন। বুধবার গণশুনানিতে সিটি করপোরেশনের ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের ভক্তপুর এলাকার কিছু বাসিন্দা অভিযোগ করেন, তাদের এলাকায় ঝুঁকিপূর্ণভাবে আবাসিক এলাকার মধ্যে এলপিজি সিলিন্ডার মজুত করা হচ্ছে। এতে এলাকাবাসী বিভিন্ন সমস্যায় পড়ছেন।

এসময় জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন। এরপর ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসা কার্যক্রম বন্ধ করে সিলিন্ডারগুলো দুই দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া।

ইকবাল হোসেন/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।