চট্টগ্রাম এভিয়েশন ক্লাব

বৃদ্ধাশ্রম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫২ এএম, ০১ অক্টোবর ২০২৩

চট্টগ্রামে বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ ভাগাভাগি করে প্রথম বর্ষপূর্তি পালন করেছে এভিয়েশন ক্লাব।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ক্লাবের নির্বাচিত কর্মকর্তারা রাউজানের নোয়াপাড়ায় আমেনা-বশর বৃদ্ধাশ্রমে এবং পরবর্তীতে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে আলোর ঠিকানা স্কুলে এ বর্ষপূর্তি উদযাপন করেন।

বেসরকারি বিমান সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত এ ক্লাবের কর্মকর্তারা ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাবারও অঙ্গীকার করেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রথম কমিটি দায়িত্ব গ্রহণ করে। এক বছর পূর্তির দিনটিকে ব্যতিক্রমী আয়োজনে পালনের সিদ্ধান্ত নেয় ক্লাব কমিটি।

ctg

শনিবার দুপুরে আমেনা-বশর বৃদ্ধাশ্রমের অর্ধশতাধিক বাসিন্দাদের মধ্যে ক্লাবের পক্ষ থেকে হুইল চেয়ার ও ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। একসঙ্গে দুপুরের খাবার গ্রহন ও বৃদ্ধাশ্রমের সদস্যদের সঙ্গে তিনঘন্টা সময় কাটান ক্লাবের কর্মকর্তারা। এসময় পরিবার বিচ্ছিন্ন হয়ে একাকী, নিভৃতে থাকা মা-বাবারা সন্তানস্নেহে ক্লাবের কর্মকর্তাদের কাছে টেনে নেন।

বিকেলে সুবিধাবঞ্চিত, ভাসমান শিশু-কিশোরদের আলোর পথ চিনিয়ে দেয়ার প্রতিষ্ঠান ‘আলোর ঠিকানা’ স্কুলে প্রায় দুঘন্টা সময় কাটান ক্লাবের কর্মকর্তারা। শিশুদের নিয়ে কেক কাটা হয়। স্কুলব্যাগ ও খাবারের প্যাকেট উপহার হিসেবে দেওয়া হয়। সুবিধাবঞ্চিত শিশু-কিশোরেরা এসময় আনন্দে মেতে ওঠে।

ctg

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট আসিফ চৌধুরী বলেন, চট্টগ্রাম এভিয়েশন ক্লাব একটি অলাভজনক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠনকে সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠানে রূপ দেওয়া হয়েছে। নিছক সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি সংগঠনটি। অনাথ আশ্রম, এতিমখানায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। এভাবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব সেবামূলক কাজগুলো চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

বর্ষপূর্তির এসব আয়োজনে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট ও এয়ার গ্যালাক্সি চট্টগ্রাম অফিসের প্রধান আসিফ চৌধুরী, সেক্রেটারি ও ফ্লাই হাব চট্টগ্রামের প্রধান একরামুল ইসলাম, বিডি ফেয়ার চট্টগ্রামের প্রধান মনোজিৎ সেনগুপ্ত, এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের চট্টগ্রামের প্রধান সাদাত হোসেন, ট্রাভেল জুনের পরিচালক মো. শাহেদ, সাজ্জাদ হোসেন, এ জেড এম ওয়ালীউল্লাহ, অ্যাবাকাসের সেলস ম্যানেজার মনজুর মোরশেদ, ক্লাবের প্রচার সম্পাদক আদনান রহমান বাপ্পি, শামসাদ হুসেন, ইকরামুল ইসলাম দিপু এবং এসএম তানভীর আলম উপস্থিত ছিলেন।

এমডিআইএইচ/এসটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।