টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।
রোববার (১ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন ডিএমপি কমিশনারের শ্রদ্ধা
শ্রদ্ধা নিবেদন শেষে ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সবার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি পরিদর্শন বইয়ে সই করেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডিএমপির ৩৬তম পুলিশ কমিশনার হিসেবে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) যোগদান করেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
আরএসএম/এমআরএম/এএসএম