চক্র ডাকাতি করে, মালামাল কেনেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তারা হলেন মো. হারুন বেপারী, মো. শাহাবুদ্দিন হাওলাদার, মানিক ওরফে মইনুল ওরফে মাইনুদ্দিন, মো. তারা মিয়া, মো. নুরুজ্জামান দেওয়ান ওরফে জামান, মো. কামরুল ও মো. আসাদ খান।

এরমধ্যে মো. নুরুজ্জামান ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের একজন ইউপি সদস্য। ডিবি বলছে, এই ইউপি সদস্য ডাকাতির মালামাল কেনায় জড়িত। এছাড়া ডাকাত দলের প্রধান পৃষ্ঠপোষক তিনি।

jagonews24

বুধবার (৪ অক্টোবর) ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ৩ অক্টোবর ডাকাতির প্রস্তুতিকালে মোহাম্মদপুরের বসিলা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্বে দেন মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন। পরে গ্রেফতারদের দেওয়া তথ্যের শ্যামপুর থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

jagonews24

এসময় তাদের কাছ থেকে ১৬টি ব্যাটারি, একটি বড় ট্রাক, দুটি চাপাতি, একটি ছুরি, তালা কাটার যন্ত্র, সাবল, দুটি হাতুড়ি ও লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারদের অপরাধের কৌশল সম্পর্কে হারুন অর রশীদ বলেন, আসামিরা ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে বাসে ডাকাতি, দোকান, গোডাউন ও বাসা-বাড়ির তালা কেটে ডাকাতি করেন। গ্রেফতারদের প্রত্যেকের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

গ্রেফতারদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও শ্যামপুর থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

টিটি/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।