সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সার্জারি বুধবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি হবে আগামীকাল বুধবার। তিনি দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি জানান, বুধবার সকালে কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার হবে।

আরও পড়ুন: সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ রাষ্ট্রপতির

এর আগে আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানান জয়নাল আবেদীন। এরপর তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি তার আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে সোমবার (১৬ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এসইউজে/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।