তনু হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৭ মার্চ ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী ও স্থানীয় নাট্যদলের কর্মী সোহাগী জাহান তনুর খুনিদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা সোমবারের মধ্যে তনুর হত্যাকারীদের চিহ্নিত না করলে শাহবাগে টানা অবরোধেরও ঘোষণা দেয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন এবং সমাবেশ করেন তারা।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী বলেন, আমরা আন্দোলন করছি, বিচার দাবি করছি। কিন্তু কার কাছে করছি? বিমূর্ত কোনো কিছুর কাছে করছি কিনা?

তিনি বলেন, আমাদের নারী, মা, বোন, প্রেমিকার কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। নারীদের একজন মানুষ হিসেবে দেখতে হবে।

এর আগে দুপুরে একই ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় তারা অবিলম্বে তনুর হত্যাকরীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।

এমএইচ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।