চাঁদাবাজির অভিযোগে মিরপুরের শ্যুটার সাত্তার গ্রেফতার
মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসীখ্যাত শ্যুটার সাত্তারকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রূপনগর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে রূপনগর থানা পুলিশ।
এর আগে ৪টি মামলায় জামিনে থাকা শ্যুটার সাত্তারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলাও হয়েছে রূপনগর থানায়।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জাগো নিউজকে বলেন, শ্যুটার সাত্তার মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে পল্লবী, মিরপুর ও রূপনগর থানায় একাধিক মামলা ছিল। সম্প্রতি সে চারটি মামলায় জামিনে বেড়িয়ে আসে।
তবে আবারো চাঁদাবাজির অভিযোগ পাওয়ায় তাকে রোববার রাতে রূপনগর আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, চাঁদাবাজির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাইবে পুলিশ।
জেইউ/বিএ