যাত্রী বোঝাই করে উত্তরা থেকে মতিঝিল গেলো প্রথম মেট্রো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ এএম, ০৫ নভেম্বর ২০২৩

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের পর থেকেই যানজটের এ নগরে মেট্রোরেল এনেছে এক চিলতে স্বস্তি। তবে যানটির পূর্ণ সুবিধা পেতে নগরবাসীকে অপেক্ষা করতে হলো আরও ১০ মাস।

শনিবার (৪ নভেম্বর) উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ। এরপর আজ (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছেড়ে আসে। মিরপুর পল্লবী স্টেশনে এসে পৌঁছায় ৭টা ৩৭ মিনিটে।

সরেজমিনে দেখা যায়, উত্তরা থেকে আসা ট্রেনটি ছিল যাত্রীতে পূর্ণ। এরপর ১১ ও ১০ নম্বর স্টেশনে আসার আগেই ট্রেনের বগিগুলোতে যাত্রীদের ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে মতিঝিল পর্যন্ত যেতে সাড়ে ৭টার আগেই পল্লবী স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা।

Metro-2.jpg

পল্লবী থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন হাজি মাজাহারুল হক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস বেগম। জাগো নিউজকে তিনি বলেন, বাসে প্রেস ক্লাব বা শাহবাগ যাওয়া অনেক ভোগান্তির। সকালে যারা বাসে যায় তারাই বোঝে। অফিস সময়ে অনেক জ্যাম থাকে। মেট্রোর কারণে মতিঝিল এখন ২০-৩০ মিনিটের মধ্যে যেতে পারবো। আবার এ যান নিরাপদও। সব মিলিয়ে আমি দারুন খুশি। তবে আরও সকালে মানে ৭টা থেকে চালু হলে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের জন্য আরও ভালো হতো।

ফার্মগেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন চিকিৎসক রাতুল আদনান। তিনি বলেন, ফার্মগেট যেতে মিনিমাম ১ থেকে দেড়ঘণ্টা সময় লাগতো। সে হিসেবে সময় তো অনেক বেঁচে যাচ্ছে। পাশাপাশি বাসে ওঠা-নামার যে ঝামেলা-ভোগান্তি, সেটা থেকে মুক্তি মিলেছে। এটা আরও সকাল, মানে ৭টা থেকে শুরু হলে আরও ভালো হতো।

এসএম/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।