মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়াও হজে যাওয়া যাবে
২০১৫ সালে হজ গমনেচ্ছু যাত্রীরা মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়াও জাতীয় পরিচয়পত্র নম্বর জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। রোববার দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ প্যাকেজ-২০১৫ ঘোষণা এবং ২০১৫ সালে হজযাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আগামীকাল ১৫ ডিসেম্বর ২০১৪ থেকে ৫ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এ সময় যাদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নেই তারা জাতীয় পরিচয়পত্র নম্বর জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তীতে মেশিন রিডেবল পাসপোর্ট জমা দেয়া যাবে।
তিনি বলেন, সৌদি সরকার পুরো হজ্জ ব্যবস্থাপনাকে ডিজিটাল ব্যবস্থাপনায় নিয়ে এসেছে। বাংলাদেশের সকল হজ কার্যক্রম ইলেকট্রনিক মাধ্যমে নিয়ে আসার অনুরোধ জানিয়ে সৌদি হজ মন্ত্রী ধর্ম মন্ত্রী বরাবর পত্র প্রেরণ করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের হজ কার্যক্রম অন্যান্য বছরের তুলনায় দুই মাস এগিয়ে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নতুন হওয়ায় হজযাত্রীদের যথাযথভাবে অবহিত করার জন্য তিনি সকল গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা আহবান জানান।
অধ্যক্ষ মতিউর রহমান বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর ২০১৫ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ হতে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জনসহ সর্বমোট এক লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ-১-এ কোরবানী বাদে খাওয়া খরচসহ তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং হজ প্যাকেজ-২-এ কোরবানী বাদে খাওয়া খরচসহ ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় গমনচ্ছেু উভয় প্যাকেজের হজযাত্রীদের ১ লাখ ৫১ ৬৯০ টাকা সরকার নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি ২০১৫-এর মধ্যে সরাসরি বা অন-লাইনে নিবন্ধন করতে হবে। প্যাকেজ-১ ও ২-এর হজযাত্রীদের প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা যথাক্রমে ২ লাখ ৩ হাজার ৫৫ টাকা এবং ১ লাখ ৪৪ হাজার ৫১৬ টাকা জমা দেয়ার শেষ তারিখ ১০ জুন ২০১৫। এছাড়াও বেসরকারি ব্যবস্থাপনার প্রত্যেক হজযাত্রীকে নিবন্ধন ফি বাবদ ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সাা জমা দিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখের মধ্যে হজে গমনের লক্ষ্যে নিবন্ধন করতে হবে।
মন্ত্রী বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সী কর্তৃক ঘোষিত হজ প্যাকেজ কোনক্রমেই সরকারি ব্যবস্থাপনায় ঘোষিত হজ প্যাকেজ-২-এর প্রস্তাবিত ব্যয় ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকার কম হতে পারবে না।
তিনি আরও বলেন, ২০১৫ সালে হজ প্যাকেজে প্রত্যেক হজযাত্রীকে তাদের নিজ নিজ চাহিদা অনুযায়ী কোরবানী/দাম বাবদ কম/বেশি আনুমানিক ৫শ’ সৌদি রিয়েল সমপরিমাণ ১০ হাজার ৫শ’ টাকা পৃথকভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোঃ বাবুল হাসান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে মন্ত্রী সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু কয়েকজন হজযাত্রীর অনলাইন রেজিস্ট্রেশন করার মধ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন।