তেলের ট্যাংকার যেন আর না ডুবে
মাঠ পর্যায়ের সমস্যা জানতে এবং সরাসরি সেসব সমস্যার সমাধান দিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় সমিতির সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে তিনি এ ভিডিও কনফারেন্সে যোগ দেন। এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজার জেলা উন্নয়ন কমিটির সাথে কথা বলেন।
ভবিষ্যতে তেলের ট্যাংকার ডুবির ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তেলের ট্যাংকার ডুবির ঘটনায় সুন্দরবন এলাকায় তেল ছড়িয়ে পড়েছে, স্থানীয় লোকেরা সেখানে কাজ করছে। ভবিষ্যতে আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।