অনলাইনে অনীহা, জমা পড়লো মাত্র ২১ মনোনয়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। এদিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২ হাজার ৭৪১ জন। এসব মনোনয়নপত্রের মধ্যে মাত্র ২১টি জমা পড়েছে অনলাইনে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়াকে সহজ ও প্রভাবমুক্ত করতে ইসির অনলাইন অ্যাপে মনোনয়নপত্র দাখিল ব্যবস্থাপনায় প্রার্থীদের তেমন সাড়া পাওয়া যায়নি। অথচ ধুমধাম করে এ অ্যাপ উদ্বোধন করে ইসি।

২০১৮ সালের নির্বাচনের আগে ইসি জানিয়েছিল- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসির সিস্টেম ম্যানেজার রফিকুল হক জানান, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ৩৬৯ জন নিবন্ধন করলেও জমা দিয়েছেন ২১ জন। এ প্রার্থীরা কোনো দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাকি স্বতন্ত্র, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

নির্বাচন কমিশন বলছে, অনেক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে মিছিল নিয়ে রিটার্নিং অফিসে যান। অনলাইনে মনোনয়ন দাখিল একরকম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে সহায়তা করে। এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়া বা প্রত্যাহারের জন্য কোনো প্রার্থীকে চাপ দেওয়া প্রতিরোধও সম্ভব হয় এ মাধ্যমে।

এমওএস/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।