চট্টগ্রামে বন্দুকসহ ১৯ মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেন ওরফে টেম্পু (৩৮) নামে ১৯ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ১১টায় চান্দগাঁও থানার ফরিদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার ইসমাইল হোসেন ওরফে টেম্পু ফরিদাপাড়া এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একনলা বন্দুকসহ ইসমাইল হোসেন টেম্পুকে গ্রেফতার করা হয়। ইসমাইল থানার তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, পুলিশের উপর হামলাসহ ১৯টি মামলা আদালতে বিচারাধীন।
এখন অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। তাকে শুক্রবার আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।
ইকবাল হোসেন/এমএইচআর/জিকেএস