শাহজালাল বিমানবন্দরে ৫১০ কচ্ছপ উদ্ধার


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিত্যক্ত অবস্থায় ৫১০টি সোনালী রংয়ের কচ্ছপ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। সোমবার দুপুরে বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন ফটকের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি লাগেজের ভেতর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
 
কাস্টমসের সহকারি কমিশনার জুলেখা খানম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভবত পাচারের উদ্দেশ্য কচ্ছপগুলো আনা হয়। বিমানবন্দরের কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের তৎপরতা বুঝতে পেরে চোরাচালানীরা কচ্ছপগুলো ফেলে চলে যায়।
 
উদ্ধারকৃত কচ্ছপগুলো ঢাকা বন বিভাগে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।