মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল কৌতুক অভিনেতা চিকন আলীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩

কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী আসন্ন নির্বাচনে অংশ নিতে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীতা ফিরে পেতে শুক্রবার (৮ ডিসেম্বর) আগারগাওয়ের নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন তিনি।

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে চিকন আলী বলেন, আমার সমস্যা মনোনয়ন ফরমের ক্রমিক নাম্বার নিয়ে। এটা খুবই সাধারণ সমস্যা। আশা করছি দ্রুত মনোনয়ন ফিরে পাবো। এবারই প্রথম আমি ভোট করছি। আগামী ১৩ ডিসেম্বর জানা যাবে আমি মনোনয়ন পাবো কি না।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার কৌতুক অভিনেতা শামিনুরের মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরিত সমর্থনসূচক তালিকায় ক্রমিক নম্বর ছিল না। আরও কিছু ভুল পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আসনটিতে বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এসএম/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।