গ্রিল কেটে চুরি করা ১৫ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, ২ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০৪ এএম, ১০ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার এক বাসার গ্রিল কেটে চুরি করা ১৫ লাখ টাকার স্বর্ণালংঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মনির হোসেন ও মো. সালাউদ্দিন নামে দুই চোরকেও গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার সেনবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ ভরি এক আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, গত ২৯ অক্টোবর ডবলমুরিং এলাকার এক বাসিন্দা পরিবার নিয়ে ঢাকায় যান। প্রায় এক মাস পর গত ২৮ নভেম্বর চট্টগ্রামের বাসায় ফিরে দেখেন ঘরের
আসবাবপত্র, কাপড়-চোপড় ছড়ানো, রান্নাঘরের গ্রিল কাটা। আলমারিতে থাকা স্বর্ণালংঙ্কার, টাকা নেই। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা হয়। এ মামলায় তদন্ত করে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে শনাক্ত করে শনিবার চট্টগ্রাম ও নোয়াখালীর সেনবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তাদের স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া ১৫ ভরি এক আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার

ইকবাল হোসেন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।