জামিন পেলেন দেলোয়ার
কারাগারে যাওয়ার এক দিনের মধ্যে জামিন পেয়েছেন তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।
আসামির আইনজীবী জাফর ইকবাল জানান, বাদীর পাওনা টাকাগুলো পরিশোধের জন্য চেক দেওয়া হয়েছে। জামিনে বাদী কোনো আপত্তি জানাননি। বাদীর আপত্তি না থাকায় ও জামিনযোগ্য ধারা হওয়ায় শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
বাদীর আইনজীবী জানান, আসামির জামিন হলেও মামলা চলবে। চেকের মাধ্যমে টাকাগুলো পরিশোধ হওয়ার পর মামলা তুলে নেওয়া হবে।
এর আে প্রতারণার একটি মামলায় গতকাল রোববার তাকে কারাগারে পাঠান আদালত।