স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন
সাভার স্মৃতিসৌধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে তিনি সাভার স্মৃতিসৌধে প্রবেশ করেন। সকাল থেকেই দলের নেতা-কর্মীরা অপেক্ষা তার জন্য অপেক্ষা করেন। অবশেষে সাড়ে ৯টার দিকে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধে প্রবেশ করেন।
এদিকে, দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া। পরে দোয়া ও ফাতেহা পাঠ করবেন তিনি। সেখানে অন্যান্য কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
এ ছাড়া দেশব্যাপী দলের সব কার্যালয়ে পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় সুবিধাজনক সময়ে বিজয় র্যালি করারও কথা রয়েছে দলটির।