শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ২০


প্রকাশিত: ০৬:৫১ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার দুপুর ১২টার দিকে ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এসময় আহত হয় ২০ জন ছাত্র। আটক করা ১৪ জনকে।

জানা গেছে, কোর্স সম্পন্ন করার পর প্রাকটিস রেজিস্ট্রেশন দেওয়াসহ চার দফা দাবিতে বুধবার সকাল থেকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে ডেন্টাল শিক্ষার্থীরা। পরে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশে যাওয়ার সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে। এতে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সরওয়ার ও মহাসচিব দীপঙ্করসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।