মামলা থেকে মির্জা ফখরুলকে অব্যাহতি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানহানি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তাকে এ অব্যাহতি দেন।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম তৎকালীন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে পাগল বলেন। এ ঘটনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক ১৮ জুলাই ঢাকা মহানগর আদালতে মানহানি মামলা করেন।
মির্জা ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন মেজবা জানান, মামলার বাদী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এ্যাডভোকেট মশিউর মালেক পাচঁ ধার্য তারিখ থেকে আদালতে হাজির হন নি। তাই তিনি মামলা থেকে তার মক্কেলের অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।