নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা অত্যন্ত অন্তরিক : নাসিম


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অত্যন্ত অন্তরিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার কারওয়ান বাজারে ‘প্রথম আলো’র কার্যালয়ে ‘রাজনৈতিক দলের নেতৃত্বে নারীর অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অত্যন্ত অন্তরিক। নারীদের যোগ্যতা অনুযায়ি তিনি তাদের সুযোগ করে দিচ্ছেন। যাতে করে নারীরা সমাজে আর অবহেলিত না থাকে।

মোহাম্মদ নাসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মতই শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন চান। আর চান বলেই নারীদের অগ্রগতিতে ভূমিকা রাখছেন। নারীদের সকল ক্ষেত্রে সুযোগ করে দিচ্ছেন।

নারী সমাজকে এগিয়ে নিতে সকল রাজনৈতিক দল গুলোকে একসাথে কাজ করার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে সকল রাজনৈতিক দল যদি এক হয়ে কাজ করি তাহলে আমাদের দেশের নারী সমাজ আরও এগিয়ে যাবে। আজ কিন্তু দেশের নারীরা আর পিছিয়ে নেই। তারা সমাজের বিভিন্ন স্থানে অনেক অবদান রাখছে। তাই এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।

মোহাম্মদ নাসিম বলেন, যোগ্যতা অনুযায়ি তাদের সুযোগ করে দিতে হবে। সুযোগ না দিলে তো হবে না। তাই আমাদের সমাজে যে পুরুষ তান্ত্রিক মনোভাব আছে, তা আগে দূর করতে হবে।

সাবেক নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, নারীদের শুধু বিভিন্ন স্থানে অন্তুর্ভক্ত করলেই হবে না। তাদেরকে সঠিক ভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। তাদের হাতে ক্ষমতা দিতে হবে।

গোলটেবিল বৈঠকে বিএনপির ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের মহাসচিব শিরীন সুলতানা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, ডেমক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি কে টি ক্রোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সভাপতি তানিয়া হক বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।