বইমেলার ভেতরেই চলছে গাঁজাসেবন!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

এরই মধ্যে জমে উঠেছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মিলে আয়োজন করা হয়েছে এবারের বইমেলার। তবে মেলার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় চলছে অবাধে গাঁজাসেবন।

সরেজমিনে দেখা যায়, মেলার বাংলা একাডেমি অংশ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্রবেশপথে দর্শনার্থীদের তল্লাশি করছে পুলিশ। তবুও এক কিশোরকে দেখা যায় মেলার ভেতর অবস্থানরত মুক্তমঞ্চে সিগারেট বিক্রি করতে।

জানতে চাইলে সিগারেট বিক্রেতা কিশোর জানায়, মঞ্চের পেছনে রাস্তার ব্যারিকেড দিয়ে সিগারেট আসে।

মঞ্চে ঢোকার পথের পূর্বদিকে দুজন ছেলেকে গাঁজাসেবন করতে দেখা যায়। তাছাড়া মঞ্চের পূর্ব-দক্ষিণ কোণ ও পশ্চিম-দক্ষিণ কোণে কিছু ছেলেকে গোল হয়ে গাঁজাসেবন করতে দেখা যায়।

এ বিষয়ে মেলা কমিটির সদস্য সচিব ড. মুজাহিদুল ইসলাম বলেন, আমরা এ বছর এখানে নাটক, আবৃত্তি রাখতে চেয়েছিলাম কিন্তু শিল্প একাডেমি আমাদের এটা করতে দেয়নি। বইমেলায় মাদকসেবনের বিষয়ে বিব্রত হয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমি এখনই পুলিশ সদস্যদের ইনফর্ম করছি আশা করি তারা ব্যবস্থা নেবেন।

মেলার ভেতরে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, আমাদের পুলিশ কর্মকর্তারা তল্লাশি করে ভেতরে দর্শনার্থীদের আসতে দিচ্ছেন। তবুও কেউ এখানে সিগারেট নিয়ে ঢুকলে আমাদের কিছু করার থাকে না। কাউকে কিছু বললে বলে ক্যাম্পাসের ছাত্র। আমরা পারি না তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের দূরে পাঠিয়ে দিতে। এ ব্যাপারে ঊর্ধ্বতনরা দেখবেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ জাগো নিউজকে বলেন, এমন অভিযোগ আগে শুনিনি। আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি।

এসএএস/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।