নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার পরামর্শ সংস্কৃতিমন্ত্রীর


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দেখে এবং সঠিক ইতিহাস জানা ও পর্যালোচনার পরামর্শ দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার সকালে গণগ্রন্থাগার অধিদপ্তরের সভাকক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’র যৌথ উদ্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ‘বিজয়ের চলচ্চিত্র উৎসব ২০১৪’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ পরামর্শ দেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে দেশে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলতে থাকায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলো দেখে সঠিক ইতিহাস জানা এবং পর্যালোচনা প্রয়োজন।

একই সময় তিনি মুক্তিযুদ্ধের দালিলিক ইতিহাস সম্বলিত চলচ্চিত্রগুলো তৃণমূল পর্যায়ে গ্রাম-গঞ্জে প্রদর্শনীর উদ্যোগ নিয়ে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার প্রচেষ্টা নেয়ার জন্যও সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতি তিনি আহবান জানান।

সংস্কৃতি মন্ত্রী তার বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সনের বড় ছেলে লন্ডন প্রবাসী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা করে বলেন, তারেকের মত সন্তানেরা যুগে যুগে এসব বিভ্রান্তি ছড়াবে। মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দিবে। বস্তুনিষ্ট তথ্যসমৃদ্ধ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখে এ সব বিভ্রান্তি থেকে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে।

আসাদুজ্জামান নূর বলেন, তারেক রহমানের বক্তব্যে আবারও প্রমাণিত হল পিপীলিকা হয়ে হিমালয়ের চূড়া স্পর্শ করা কখনও সম্ভব নয়।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন- বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’র মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।