বিদ্যুৎ সাশ্রয় প্রচারণায় ৪০ হাজার স্কাউট
বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী প্রচারণা। এ প্রচারণায় দেশের মোট ৪০,০০০ স্কাউট অংশ নিচ্ছে।
দেশের বিভিন্ন স্কুলে পড়ুয়া এই স্কাউটরা ৫৯৪টি উপজেলায় আগামী তিনদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের জানাবে কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করতে হয়।
এ প্রসঙ্গে স্কাউটের একজন কর্মকর্তা জানান, এই উদ্যোগের মাধ্যমে কয়েক লক্ষ পরিবারকে বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ পাবেন। এছাড়া এই উদ্যোগের মাধ্যমে মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রাংশ ব্যবহারেও উদ্বুদ্ধ করা হবে বলে তিনি জানান।
বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এর আগে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও এত বড় পরিসরে এ ধরনের আয়োজন বাংলাদেশে এই প্রথম। সরকারের বিদ্যুৎ সপ্তাহ পালনের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হবে। -বিবিসি