শাহজালালে ৩২০ কার্টুন বিদেশি সিগারেট আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২০ কার্টুন বিদেশি সিগারেট ও অবৈধ ওষুধ আটক করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বিমানবন্দরে কর্মরত কাস্টম অফিসাররা এসব আটক করেন।
জানা যায়, আটককরা সিগারেটির মধ্যে- ইসি লাইট নামে ১৭৭টি, ইসি স্পেশাল গোল্ট নামে ৮০টি, ইসি ব্লাক নামে ৫৮টি এবং বেনসন নামের ৫টি কার্টুন রয়েছে।
এছাড়া একই সাথে বেশ কিছু ওষুধও আটক করা হয়েছে বলে বিমান বন্দর সূত্রে জানা গেছে।