আগ্রায় রাষ্ট্রপতি আবদুল হামিদ
ভারতে ছয়দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আগ্রা পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে আগ্রার উদ্দেশে নয়াদিল্লীর পালাম বিমান বন্দর ত্যাগ করে এবং দুপুর ১টায় আগ্রা খেরিয়া বিমান বাহিনীর বিমান বন্দরে অবতরণ করে।
এ সময় আগ্রার বিভাগীয় কমিশনার এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতিকে ওবেরিও আমরভিলাসে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, আগ্রা সফরকালে রাষ্ট্রপতি এখানেই অবস্থান করবেন এবং ফতেপুর সিকরি পরিদর্শন করবেন এবং আগামীকাল রোববার সকালে জয়পুরের উদ্দেশে আগ্রা ত্যাগ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
উল্লেখ্য, রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে গত ১৮ ডিসেম্বর ভারত সফরে যান।