তাজমহল ঘুরে দেখলেন রাষ্ট্রপতি


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

ভারতে ছয়দিনের রাষ্ট্রীয় সফরে গিয়ে আগ্রার তাজমহল ঘুরে দেখলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে তিনি আগ্রার উদ্দেশ্যে নয়াদিল্লীর পালাম বিমানবন্দর ত্যাগ করেন এবং দুপুর ১টায় আগ্রা খেরিয়া বিমান বাহিনীর বিমানবন্দরে গিয়ে পৌঁছান।

এ সময় আগ্রার বিভাগীয় কমিশনার এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতিকে ওবেরিও আমরভিলাসে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, আগ্রা সফরকালে রাষ্ট্রপতি এখানেই অবস্থান করবেন এবং ফতেপুর সিকরি পরিদর্শন করবেন এবং আগামীকাল রোববার সকালে জয়পুরের উদ্দেশ্যে আগ্রা ত্যাগ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।