ফেনীতে হেরোইন ও ইয়াবাসহ আটক ২


প্রকাশিত: ০২:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

ফেনী সদর থানাধীন বারাহীপুর সাকিনস্থ হাজারী রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ৩৩০ গ্রাম হেরোইন ও ৮ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন, সাইফুল ইসলাম(৪৫) ও মোছা. শাহানা আক্তার (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব হেড কোয়াটারের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িংয়ের উপ-পরিচালক মাকসুদুল আলম।

তিনি বলেন, শুক্রবার রাতে ফেনী ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বারাহীপুর সাকিনস্থ হাজারী রোডের মফিজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীর বাসায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালিয়ে ৩৩০ গ্রাম হেরোইন, ৮,১১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের প্রায় সোয়া ২ লাখ টাকাসহ সাইফুল ইসলাম ও মোছা. শাহানা আক্তারকে (৪০) গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৯ লাখ টাকা। পরে শনিবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।