রাজধানীতে পর্ণ ডিভিডি উদ্ধার, আটক ১


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

রাজধানীর কোতয়ালী এলাকা থেকে পর্ণ ডিভিডি ও বিপুল পরিমাণ ডিভিডি তৈরির সরঞ্জামসহ রুবেল খান (৩০) নামে এক জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার বিকেলে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অপস অফিসার রবিউল করিম জাগোনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী এলাকায় উর্মি ভিশন নামে একটি দোকানে অভিযান চালানো হয়। সে সময় দুই হাজার ৮০০পিস পর্ণ সিডি এবং ডিভিডি তৈরির সরঞ্জামসহ রুবেলকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।