উত্তরায় গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৪

রাজধানীর উত্তরা (পশ্চিম) ৩ নম্বর সেক্টরের একটি বাসায় এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম কুলসুম আক্তার (১৪)। শনিবার রাতে বাসা থেকে অসুস্থ অবস্থায় কুলসুমকে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

কুলসুমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে উত্তরা (পশ্চিম) থানা পুলিশ। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা (পশ্চিম) ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৩৯ নম্বর বাড়িতে গত তিন বছর ধরে গৃহপরিচারিকা হিসেবে কাজ করত কুলসুম। কুলসুম নোয়াখালীর বেগমগঞ্জের নজরুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা (পশ্চিম) থানার উপ পরিদর্শক (ওসি) মাইনুল করিম জানান, কুলসুম শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি বলেন, মৃত্যুর খবরে পুলিশ লাশ উদ্ধার করি। এসময় তার শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন পেয়েছি। যদিও বাড়ির লোক জানিয়েছে, তার অ্যালার্জি ছিল।

মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।