কায়সারের ফাঁসির আদেশ


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টি সরকারের কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার দুপুরে দণ্ডাদেশ দেন। মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে রায় পড়া শুরু করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি একাই মোট ৪৮৪ পৃষ্ঠার রায়ের মূল অংশ আদালতে পড়ে শোনান।

সকাল ১১টায় বিচারপতিরা এজলাসে আসন গ্রহণ করেন। ১০টা ৫৫ মিনিটে কায়সারকে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসে আনা হয়। রায় পাঠকালীন কায়সার এজলাসের আসামির কাঠগড়ায় বসেছিলেন। তার পরনে ছিল সাদা প্যান্ট, ছাই রঙের ব্লেজার। এর আগে সকাল সাড়ে ৮টায় কায়সারকে পুলিশি নিরাপত্তায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, হায়দার আলী, রানা দাস গুপ্ত, জেয়াদ আল মালুম, তুরিন আফরোজ, মোখলেসুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন মুন্নি উপস্থিত ছিলেন। কায়সারের পক্ষে অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার ও তার দুই ছেলে উপস্থিত ছিলেন। সোমবার কায়সারের মামলার রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।