স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ হয়ে নাজমা আকতার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে গৃহবধূ মারা যান। এরপর সকালে চন্দনাইশ থানাধীন হাশিমপুরের পাহাড়ি এলাকা তার স্বামীকে গ্রেফতার করা হয়।

জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুরের বাউলিয়াপাড়া গ্রামে রান্না করার সময় নাজমা আকতারের সঙ্গে আবদুল জব্বারের বাকবিতণ্ডা হয়। তখন আবদুল জব্বার প্লাস্টিকের বোতলে রাখা অকটেন এনে স্ত্রীর দিকে ছুড়ে মারেন। এসময় চুলার আগুন অকটেনের সংস্পর্শে এলে নাজমার শরীর দগ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী দোহাজারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ভোর তিনটার দিকে নাজমা মারা যান।

আরও পড়ুন

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন জানান, শনিবার ভোরে ভিকটিমের স্বামী আবদুল জব্বারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের ভাই থানায় মামলা করেছেন। পরে আবদুল জব্বারকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

এমডিআইএইচ/এএমএ/এমএমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।