গাজীপুরের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

গাজীপুরের বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি এবং ছাত্রলীগের পাল্টা-পাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা বিরাজ করার  সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গাজীপুরে এ ১৪৪ ধারা জারি বহাল থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার হারুণ অর রশিদ।

পুলিশ সুপার বলেন, দুই পক্ষই কোনো সমঝোতায় পৌঁছায়নি। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে কোনো পক্ষকেই সমাবেশের অনুমতি দিচ্ছে না প্রশাসন।

হারুনুর রশীদ আরও বলেন, দুই পক্ষই প্রশাসনের অনুমতি না পেলে এখানে সমাবেশ করবে না বলে আমাদের আশ্বস্ত করেছে।

এদিকে যে কোনো মূল্যে ২৭ ডিসেম্বর গাজীপুরে জনসভা করবে বলে জানিয়েছে বিএনপি। বিএনপির পূর্বঘোষিত এ জনসভা প্রতিহত করার সিদ্ধান্তে অনড় রয়েছে ছাত্রলীগও। এ নিয়ে যুবলীগ, ছাত্রলীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।