মোহাম্মদপুরে বিশেষ সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৪০

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ এএম, ১২ জানুয়ারি ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। 

jagonews24

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গ্রেফতারদের মধ্যে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান মোহাম্মদপুর থানার ওসি।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।