চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের ঔদ্ধত্যের প্রতিবাদে নাগরিক কমিটির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ এএম, ১৯ জানুয়ারি ২০২৫
শনিবার (১৮ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ‘আগ্রাসন’ ও বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করে জাতীয় নাগরিক কমিটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘আগ্রাসন’ ও বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। পরে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যমে শেষ হয়।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিনেদুপুরে বিএসএফ এসে আমাদের ফসল নষ্ট করেছে ও বাংলাদেশের ভূখণ্ডে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করার সাহস দেখিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তাদের প্রতিহত করতে সক্রিয় ভূমিকা রেখেছে।

আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের মানুষ পরাধীনতার স্বাদ আর কোনোভাবেই সহ্য করবে না। চাঁপাইনবাবগঞ্জে আমাদের যে ভাইয়েরা আজ বিজিবির সঙ্গে মিলে ভারতের আগ্রাসন রুখে দিয়েছে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা তাদের ধন্যবাদ জানাতে চাই।

বিক্ষোভ মিছিলে ‘দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এতে নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির অনেকে অংশ নেন।

এনএস/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।