আমিরাতে বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫’ এ (বিশ্ব সরকার সম্মেলন) আমন্ত্রণ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শাইখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম অধ্যাপক ইউনূসকে এ আমন্ত্রণ জানান।
শেখ হাসিনার পতনের পর জুলাইয়ে ঘটে যাওয়া অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ব্যাখ্যা করতে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের তিনজন তরুণ উপদেষ্টাকে তার সঙ্গে নিয়ে যেতে অনুরোধ করা হয়। দুই পক্ষই তরুণ প্রজন্মের নেতৃত্বের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেছেন।
সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।’
এমইউ/বিএ/জেআইএম