মিমের সমুদ্রবিলাস
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৩:৪২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
মালদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। নায়িকার অবকাশযাপনের ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ফেসবুক থেকে
-
এ বছর সমুদ্রপাড়ে ভালোবাসা দিবস উদযাপন করেছেন মিম। তাইতো বেছে নিয়েছেন লাল রঙের পোশাক।
-
নুডল স্ট্র্যাপের লাল মিডি ড্রেসে সমুদ্রপাড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
-
চোখে রে-ব্যান ব্র্যান্ডের সানগ্লাস, কানে গোল্ডেন হুপ আর ‘মিম’ লেখা নেক-পিসে দারুণ লাগছে তাকে।
-
ড্রেসের সঙ্গে মিলিয়ে করেছেন হেয়ার-স্টাইলও। শোভা বাড়িয়েছে তার এই সুন্দর ম্যাচিং বো।
-
ওয়ান শোল্ডার কাটআউট রঙিন সুইমস্যুটের সিম্পল লুকে অপরূপ মিম।
-
সমুদ্রের সঙ্গে একান্ত সময় কাটাতে ব্যস্ত নায়িকা।
-
ব্যাকলেস ফ্লোরাল ড্রেসে আবেদনময়ী মিম।
-
অভিনেত্রীর তার সুইট হার্ট নেকলাইন ও সাইড স্লিট মিডি ড্রেসের সঙ্গে বেছে নিয়েছেন স্লাইড স্যান্ডেল।
-
মালদ্বীপে মিমের সঙ্গী তার স্বামী সনি পোদ্দার।