বাহারি সব শাড়িতে লাস্যময়ী মধুমিতা
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৩ মে ২০২৫
আপডেট: ০৪:৩৬ পিএম, ০৩ মে ২০২৫
কলকাতার লাস্যময়ী অভিনেত্রী মধুমিতা সরকার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও থাকেন বেশ সরব। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য নিয়েও আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
-
সুতি শাড়ি, খোলা চুল আর কাজল কালো চোখে লাস্যময়ী মধুমিতা।
-
সাদা শাড়িতে হাস্যোজ্জ্বল নায়িকা।
-
স্নিগ্ধ সকালে কিংবা স্বপ্নময় বিকেলে, বাহারি শাড়িতে মোড়ানো মধুমিতা যেন সময়কে থমকে দিতে জানেন।
-
ফুলস্লিভ কালো ব্লাউজের সঙ্গে সাদা শাড়িতে নজরকাড়া অভিনেত্রী।
-
ক্যামেরা ক্লিকের সঙ্গে সঙ্গে কখনো মায়াবী, কখনো সাহসী, কখনো কোমল হয়ে ধরা দেন তিনি।