নানা লুকে আবেদন ছড়াচ্ছে ‘দুষ্টু কোকিল’
প্রকাশিত: ০১:২১ পিএম, ১৪ মে ২০২৫
আপডেট: ০১:২১ পিএম, ১৪ মে ২০২৫
‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তীর সৌন্দর্যের কথা আলাদাভাবে বলার কিছু নেই। তার নজরকাড়া ফিগার আর রহস্যময়ী চাহনীতেই ঘায়েল ভক্ত-অনুরাগীরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই নায়িকা।
-
প্রায় সময়ই নানা আকর্ষণীয় পোশাকে ছবি শেয়ার করেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত এই অভিনেত্রী।
-
মিমির চমৎকার ফিগারে সহজেই মানিয়ে যায় সব ধরনের পোশাক।
-
সাদা স্টোন বসানো লাল ডিপনেক ক্রপটপের সঙ্গে ডুয়েল টোনের হাইওয়েস্ট প্যান্টে লাস্যময়ী মিমি।
-
সুইটহার্ট নেকের কোরসেট গাউন, হাতে পরা রাইনস্টোন বসানো মেশ গ্লাভসে আবেদন ছড়াচ্ছেন নায়িকা।
-
কমলা রঙের ওয়ান শোল্ডার জিপ ড্রেস, সফট কার্ল হেয়ারস্টাইল ও ম্যাট ফিনিশ মেকআপ লুকে ফ্রেমবন্দী হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।