ট্র্যাডিশন থেকে ট্রেন্ডি, সব সাজেই সমান স্বচ্ছন্দ রোশনী
ট্র্যাডিশনাল শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন গ্ল্যাম লুক, সব সাজেই চমৎকার স্বাচ্ছন্দ্যে নিজেকে তুলে ধরেন রোশনী ভট্টাচার্য। পশ্চিম বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী শুধু পর্দায় নয়, সোশ্যাল মিডিয়াতেও দর্শকদের মন জয় করে চলেছেন প্রতিনিয়ত। কখনো স্নিগ্ধ কাতান শাড়িতে বাঙালিয়ানা, কখনো স্টাইলিশ গাউনে মডার্ন মেজাজ, রোশনী যেন রূপ আর রুচির এক ভাসমান প্রতিচ্ছবি। ফ্যাশনের প্রতি তার সাহসী অভিব্যক্তি আর স্বতঃস্ফূর্ততা বারবার প্রমাণ করে তিনি শুধু ট্রেন্ড অনুসরণ করেন না, নিজেই ট্রেন্ড গড়েন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ছোট পর্দা দিয়ে অভিনয়জীবনের শুরু হলেও এখন ওয়েব সিরিজ, সিনেমা-সবখানে তার পদচারণা।
-
কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই অভিনেত্রী। সেখান থেকেই জানা যায় তার জীবনের আপডেট।
-
অভিনেত্রী প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুন্দর সব স্টাইলিশ ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।
-
ইনস্টাগ্রামে চোখ রাখলেই নানান লুকে, ভিন্ন ভিন্ন সাজে প্রতিবারই এক নতুন রোশনীর দেখা মেলে।
-
কখনো সাধারণ শাড়ি, কখনো ঝলমলে গ্ল্যাম লুক, আবার কখনো একদম ক্যাজুয়াল আয়োজনে ধরা দেন তিনি।
-
তার প্রতিটি ছবি যেন ফ্যাশনের পাশাপাশি আত্মবিশ্বাসেরও প্রতিচ্ছবি।
-
রোশনীর হাসি যেমন মায়াবী, তেমনই সাহসী তার উপস্থিতি।
-
বাঙালি নারীত্বের ঐতিহ্য আর আধুনিকতার এক চমৎকার মিশেল যেন ফুটে ওঠে তার প্রতিটি ছবিতে।