জন্মদিনে জানুন জন আব্রাহাম কেন আলাদা
‘জন আব্রাহাম’ বলিউডে এই নামটি উচ্চারিত হলেই চোখে ভাসে সুঠাম শরীর, তীক্ষ্ণ দৃষ্টি আর এক ধরনের নীরব দৃঢ়তা। তবে জন আব্রাহাম কেবল পর্দার অ্যাকশন হিরো নন; তিনি একাধারে অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, সাবেক মডেল এবং গায়ক হিসেবেও পরিচিত। সবচেয়ে বড় কথা, তিনি এমন একজন মানুষ, যিনি প্রচারের আলো এড়িয়ে নিজের বিশ্বাসে স্থির থাকতে পছন্দ করেন। তার জীবন ও ক্যারিয়ারের পথচলা তাই বলিউডের চেনা ছকের চেয়ে আলাদা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ক্যারিয়ারের শুরুতে জন ছিলেন মূলত গ্ল্যামারাস নায়ক। মডেলিং দুনিয়া থেকে আসা এই মানুষটি ক্যামেরার সামনে দাঁড়াতেই দর্শকের চোখে আলাদা করে ধরা পড়তেন। সুঠাম শরীর, গ্রিক দেবতার মতো গড়ন সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন তৎকালীন বলিউডের ‘স্টাইল আইকন’। কিন্তু জন কখনোই শুধু বাহ্যিক আকর্ষণে আটকে থাকতে চাননি। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছিলেন, দীর্ঘমেয়াদি জায়গা তৈরি করতে হলে অভিনয়ের ভেতরেও গভীরতা আনতে হবে।
-
জন আব্রাহাম মানেই মারপিট, বন্দুক, গাড়ির ধাওয়া এমন ধারণা থাকলেও তার অভিনয়জীবনে রয়েছে ভিন্ন স্বাদের চরিত্র। কখনো তিনি দেশপ্রেমিক সৈনিক, কখনো নৈতিক দ্বন্দ্বে জর্জরিত মানুষ, আবার কখনো সমাজের অন্ধকার দিক তুলে ধরা চরিত্রে নিজেকে ভেঙেছেন। এই ভাঙা-গড়া থেকেই তিনি ধীরে ধীরে প্রমাণ করেছেন শরীর নয়, অভিনয়ের দায়বদ্ধতাই তার আসল শক্তি।
-
অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর জন আব্রাহাম যখন প্রযোজনায় এলেন, তখনও তিনি নিরাপদ পথ বেছে নেননি। বাণিজ্যিকভাবে ঝুঁকিপূর্ণ হলেও বিষয়নির্ভর, বাস্তবধর্মী গল্পে বিনিয়োগ করেছেন। সমাজ, রাজনীতি, মানবিক সংকট এই বিষয়গুলো নিয়ে ছবি বানানোর সাহস খুব কম তারকাই দেখান। জন সেই অল্পসংখ্যক মানুষের একজন, যিনি বিশ্বাস করেন সিনেমা শুধু বিনোদন নয়, প্রশ্ন তোলার মাধ্যমও।
-
বলিউডের তারকাদের অনেকেই যেখানে ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে থাকতে ভালোবাসেন, জন সেখানে একেবারেই উল্টো। তিনি নিজের কথা কম বলেন, কাজ দিয়ে উত্তর দেন। তবে কিছু বিষয়ে তার অবস্থান বরাবরই স্পষ্ট দেশপ্রেম, পশু অধিকার, শারীরিক ফিটনেস এবং আত্মসম্মান। বিশেষ করে পশুদের প্রতি তার ভালোবাসা ও সক্রিয়তা তাকে অন্য অনেক তারকার চেয়ে আলাদা করে তুলেছে।
-
জন আব্রাহামের ফিটনেস নিয়ে আলাদা করে বলার প্রয়োজন নেই। কিন্তু তার কাছে ফিটনেস মানে শুধু পেশি দেখানো নয়; বরং শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ আর মানসিক দৃঢ়তা। তিনি বারবার বলেছেন, শরীরচর্চা তাকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও শক্ত রাখে। এই দৃষ্টিভঙ্গিই তাকে দীর্ঘদিন একই এনার্জিতে কাজ করতে সাহায্য করেছে।
-
বলিউডে ট্রেন্ড বদলায় দ্রুত। আজ যে নায়ক জনপ্রিয়, কালই সে জায়গা হারাতে পারে। জন আব্রাহাম এই বাস্তবতা জানেন। তাই তিনি নিজেকে সময়ের সঙ্গে বদলেছেন, কিন্তু আদর্শে আপস করেননি। বড় বাজেটের ছবির পাশাপাশি কনটেন্টনির্ভর কাজ বেছে নেওয়া, প্রযোজনায় মন দেওয়া সব মিলিয়ে তিনি নিজের জন্য আলাদা একটি পথ তৈরি করেছেন।
-
জন আব্রাহাম আলাদা কারণ তিনি উচ্চকণ্ঠ নন, অথচ দৃঢ়। তিনি আলোচনায় থাকতে চান না, কিন্তু প্রভাব ফেলতে জানেন। তিনি স্টারডমকে ব্যবহার করেন নিজের বিশ্বাসের পক্ষে কথা বলার জন্য, নিজের কাজের মান ধরে রাখার জন্য।
-
বলিউডে যেখানে অনেকেই নিজেকে ‘ব্র্যান্ড’ বানাতে ব্যস্ত, জন সেখানে নিজেকে একজন দায়িত্বশীল শিল্পী হিসেবেই দেখতে চান। হয়তো এ কারণেই তিনি এখনো প্রাসঙ্গিক। শুধু নায়ক হিসেবে নয়, একজন সচেতন মানুষ হিসেবেও।