স্লিপ ড্রেসে জ্যাকুলিনের হট ঝলক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৮ আগস্ট ২০২৫
আপডেট: ০৩:১৫ পিএম, ২৮ আগস্ট ২০২৫
বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন জ্যাকুলিন ফার্নান্দেজ আবারও প্রমাণ করলেন, স্টাইলের ক্ষেত্রে তিনি সবসময়ই সবার থেকে একধাপ এগিয়ে। এবার হাজির হয়েছেন টাইগার প্রিন্টের স্লিপ ড্রেসে একেবারে বোল্ড ও আবেদনময়ী লুকে। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
গাঢ় বাদামি, সোনালি আর কালচে শেডের মিশ্রণে তৈরি এই বডি-হাগিং আউটফিটে ফুটে উঠেছে তার নিখুঁত ফিগার।
-
স্প্যাগেটি স্ট্র্যাপের ড্রেসে বুনো ছোঁয়া যোগ করেছে বাড়তি আবেদন, আর ন্যাচারাল মেকআপ ও স্লিক বান হেয়ারস্টাইল লুকটিকে করেছে আরও এলিগ্যান্ট।
-
পুরো সাজে জুড়েছে মিনিমাল জুয়েলারির এলিগ্যান্ট স্পর্শ।
-
বুনো গ্ল্যামারের নিখুঁত উদাহরণ বলা চলে এই টাইগার প্রিন্ট আউটফিটে জ্যাকুলিনের লুক।
-
জ্যাকুলিনের এই গ্ল্যামারাস লুক এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ছে ঝড়ের গতিতে।