নীল ঢেউয়ের শহরে টয়ার স্টাইল স্টেটমেন্ট
তারকাদের ঘুরে বেড়ানো মানেই যেন ভক্তদের জন্য চোখের আরাম। কোথায় যাচ্ছেন, কী পরছেন, কেমন করছেন স্টাইল-সবই যেন আলোচনার কেন্দ্রবিন্দু। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন মুমতাহিনা টয়া। শ্রীলঙ্কার নীল জলরেখায় দাঁড়িয়ে নিজের অনন্য রূপে ধরা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। ছবি: টয়ার ফেসবুক থেকে
-
সমুদ্রের হাওয়ায় উড়ে চলা খোলা চুল, মুখভরা প্রশান্তি আর লুকে এক চিলতে রহস্য-সব মিলিয়ে যেন ছবির মতো এক মুহূর্ত।
-
টয়ার পরনে ছিল প্যাস্টেল মিন্ট রঙা হাল্টারনেক স্টাইলের স্ট্রিং টপ, যা নিঃসন্দেহে নজরকাড়া।
-
সঙ্গে অফ হোয়াইট লং স্কার্ট, যা প্রতিটি ভঙ্গিমায় ছড়িয়ে দিয়েছে প্রশান্ত দ্বীপীয় আবহ।
-
হাতে ছিল বিচের উপযোগী নিটেড ব্যাগ, আর স্টাইলের ছোঁয়া দিতে মাথায় গুঁজে নিয়েছিলেন সাদা ফুল।
-
চোখে পড়ার মতো ছিল তার কানে দুলে থাকা নীল-সাদা লম্বা ঝুমকো। আর পায়ের পরিপাটি কালো ফ্লিপফ্লপ যেন পুরো লুককে করেছে আরও হালকা, আরও স্বচ্ছন্দ।
-
এই রূপ, এই আয়েশী ভঙ্গি-সব মিলিয়ে টয়া যেন সাগরপাড়ের সৌন্দর্যে এক অন্য মাত্রা যোগ করেছেন।