সুস্থতায় শীতকালীন সবজি
বাজারে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মটরশুঁটি, ব্রকলি, শালগম, মুলা, পালংশাক, পেঁয়াজকলি, লাউ চলে এসেছে। এসব সবজি যেমন সুস্বাদু, তেমনি এর পুষ্টিও বেশি। তাই শীতে পুষ্টিমান বাড়াতে খাবার তালিকায় রাখতে পারেন প্রচুর শাকসবজি। ছবি: জাগো নিউজ
-
শীতের সবচেয়ে পরিচিত সবজি ফুলকপি। এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি, সি, কে, আয়রন, সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও ফাইবার আছে। ফুলকপির সালফারযুক্ত সালফোরাফেন উপাদান ক্যানসার কোষ ধ্বংস করে। রক্তচাপ কমায়। হৃদ্যন্ত্র সুস্থ রাখে।
-
ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, উচ্চমানের পুষ্টিগুণসম্পন্ন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পালংশাক। এটি হৃদ্রোগ, কোলন ক্যানসার, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়তা করে।
-
টমেটোতে লুটিন ও লাইকোপিন নামে কেরাটিনয়েড আছে, যা দৃষ্টি ও চোখের স্বাস্থ্যকে ভালো রাখে। একই সঙ্গে ত্বককে সতেজ রাখে।
-
মুলায় প্রচুর বিটা ক্যারোটিন, আয়রন, ভিটামিন বি ও সি আছে। মুলা বিভিন্ন ক্যানসার প্রতিরোধ করে। ওজন হ্রাস করে। কিডনি ও পিত্তথলিতে পাথর তৈরি প্রতিরোধ করে।