ভারতে নতুন নির্বাচিত সবচেয়ে সুন্দরী সাংসদের ছবি ভাইরাল
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল। ৫৪২ জন সাংসদের কেউ নতুন, কেউ আবার পুরনো। আর এই সাংসদদের মধ্যে অনেককে নিয়েই প্রতিদিন আলোচনা চলছে ভারতের বিভিন্ন মহলে। এবার ভাইরাল হয়েছে সদ্য নির্বাচিত এক সুন্দরী সাংসদের ছবি।
-
সুন্দরী এই নতুন সাংসদের নাম রয়েছে নবনীত রবি রানার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সাংসদের একাধিক ছবি। সবার মতে, তিনিই এবারের লোকসভার সবচেয়ে সুন্দরী সাংসদ।
-
নবনীত জিতেছেন মহারাষ্ট্রের অমরাবতী লোকসভা আসন থেকে। তবে তিনি কোনো দলের সাংসদ নন। নির্দল হিসেবেই তিনি লড়াই করেছিলেন তিনি। নবনীত হারিয়েছেন শিবসেনার প্রার্থীকে। জিতেছেন ৩৭ হাজার ভোটের ব্যবধানে।
-
নবনীত একজন অভিনেত্রী। মূলত তেলগু, পঞ্জাবি ও কানাড়া সিনেমাতেই তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। এবার তিনি ভোট পেয়েছেন ৫ লাখ ১০ হাজার ৯৪৭ টি ভোট।
-
তার বিপক্ষে ভোটে লড়া শিবসেনার প্রার্থী পেয়েছেন ৪ লাথ ৭৩ হাজার ৯৯৬ ভোট।
-
২০১৪ সালেও নবনীত নির্বাচনে লড়াই করেছিলেন। তবে সেবার তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু তখন তিনি ভোটে জিততে পারেননি। দ্বিতীয় হয়েছিলেন তিনি।