মাল্টা বাগানে বাঁধাকপি চাষ
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১২:৪৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
মাল্টা বাগানের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গায় বাঁধাকপি চাষ করে সফল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সজীব। ছবি: রবিউল হাসান
-
মাল্টা বাগানের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গায় বাঁধাকপি চাষ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে বাড়তি আয় করছেন এই তরুণ উদ্যোক্তা।
-
তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সজীবের বাগানে শোভা পাচ্ছে মাল্টা গাছ ও বাঁধাকপি।
-
২০২১ সালে ৮০ শতক জমিতে শুরু করেন মাল্টা বাগান। সেই মাল্টা গাছের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গায় বাঁধাকপি চাষ শুরু করেন। এতে মাল্টা বাগানের কোনো ক্ষতি ছাড়াই বাম্পার ফলন হয় বাঁধাকপির। এতে বাড়তি আয় করেন তিনি।
-
পড়াশোনার পাশাপাশি বাগান করে সফল মেরাজ। এমনকি তাকে দেখে এলাকার মানুষের মধ্যে বাগান করার আগ্রহ বেড়েছে।