শিক্ষকতা ছেড়ে ফল চাষে স্বাবলম্বী ছানোয়ার
শিক্ষকতা পেশা ছেড়ে গ্রামে ফিরে ফল চাষ শুরু করেন ছানোয়ার হোসেন। কয়েক বছরের মধ্যে বাণিজ্যিক খামার গড়ে ওঠে তার। বিভিন্ন ধরনের ফল চাষ করে স্বাবলম্বী হয়ে ওঠেন। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
ছানোয়ার হোসেনকে দেখে উদ্বুদ্ধ হয়ে ফল চাষ শুরু করেন এলাকার অনেকেই। তারাও লাভবান হচ্ছেন।
-
ছানোয়ার হোসেন টাঙ্গাইলের সফল উদ্যোক্তার খ্যাতি পেয়েছেন। বাণিজ্যিক খামার স্থাপনের মাধ্যমে কৃষি উন্নয়নে অবদান রাখায় জাতীয় কৃষি পুরস্কারও পেয়েছেন তিনি।
-
ছানোয়ার হোসেন নিজেই বাগানের পরিচর্যা করছেন।
-
বর্তমানে ছানোয়ার হোসেন আনারস, কলা, পেঁপে, ড্রাগন, পেয়ারার পাশাপাশি কফি ও কাজুবাদাম বাণিজ্যিকভাবে চাষ করছেন। বিশেষ করে গড় এলাকার কফি চাষ করে সাড়া ফেলেছেন।
-
গড়াঞ্চলের মাটি, ভূ-প্রকৃতি, আবহাওয়া ও মাটির উর্বরা শক্তি ভালো থাকায় কফি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ছানোয়ার প্রায় ৫৫ বিঘা জমিতে এসব ফসল আবাদ করেছেন।