আষাঢ়ের বৃষ্টিতে আম কুড়ানোর ধুম
সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে থেমে থেমে আষাঢ়ের বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে আম কুড়াচ্ছেন স্থানীয়রা। এতে উচ্ছ্বসিত তারা। ১৫ জুলাই দুপুরে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের একটি ফজলি আম বাগানে গিয়ে এমন চিত্র দেখা গেছে। ছবি তুলেছেন জেলা প্রতিনিধি সোহান মাহমুদ।
-
সারি সারি আম গাছে পেকে আছে সুস্বাদু জিআই স্বীকৃত ফজলি আম। হচ্ছে মুষলধারে বৃষ্টি। এতে স্থানীয়রা উচ্ছ্বসিত হয়ে দৌড়ে দৌঁড়ে আম কুড়াচ্ছেন। অনেকের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
-
আম কুড়াতে আসা রুমালি বেগম বলেন, ‘সকাল থেকেই বৃষ্টি। বাগানে গিয়ে দেখি অনেক পাকা আম পড়েছে। এক ব্যাগ আম কুড়িয়েছি। এসব আম বাসায়ই খাওয়া হয়। অবশিষ্ট থেকে আমসত্ত্ব তৈরি করি। চলতি মৌসুমে আমসত্ত্ব তৈরি করে ৩০ হাজার টাকা বিক্রি করেছি।
-
শিশু আলি হাসান বলে, ‘আমাদের আম গাছ নেই। তাই বাগানে এসে কুড়িয়ে খাই। এসব কুড়িয়ে পাওয়া আম থেকে মা আমসত্ত্ব তৈরি করেন। যা খেতে খুবই সুস্বাদু। এসব আমসত্ত্ব বাজারে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি। বৃষ্টিতে ভিজে আম কুড়াতে ভালো লাগে।
-
বাগান মালিক রফিকুল ইসলাম বলেন, ‘ফজলি আম গাছেই অর্ধেকের বেশি পেকে গেছে। গাছ থেকে আম নামানোর শ্রমিক পাচ্ছি না। বাজারে দামও অনেক কম। বিক্রি করে উৎপাদন খচর উঠছে না। তাই আম পাড়া হয় না। এজন্য বৃষ্টিতে বেশি পাকা আম ঝরে যাচ্ছে। এসব আম কুড়িয়ে নিয়েন স্থানীয়রা।’
-
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলী বলেন, ‘ফজলি আমের মৌসুম প্রায় শেষ। এ সময় গাছে প্রচুর আম পাকে। আষাঢ়ের বৃষ্টিও শুরু হয়। এতে গাছ থেকে পাকা আম পড়ে। এসব আম কুড়িয়ে আমসত্ত্ব তৈরি করেন নারীরা। জেলায় বছরে কয়েক কোটি টাকার আমসত্ত্ব বিক্রি হয়।’