শুভ জন্মদিন মিস্টার ৩৬০ ডিগ্রি
ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের জন্মদিন আজ। ক্রিকেটবিশ্বে তিনি পরিচিত ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নামে। তার ব্যাট যেন এক অদ্ভুত জাদুর কাঠি-যেকোনো দিকেই বল পাঠাতে পারেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে দেরিতে অভিষেক হলেও, খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায়। জন্মদিনে তাই ভক্তরা আবারও স্মরণ করছে তার সেই লড়াই, প্রতিভা আর সাফল্যের গল্প। ছবি: তারকার ফেসবুক থেকে
-
১৯৯০ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম সূর্যকুমারের। ছোটবেলা থেকেই ব্যাট হাতে খেলায় ডুবে থাকতেন তিনি। পরিবারও বুঝতে পেরেছিল তার ভেতরে লুকিয়ে আছে অন্যরকম প্রতিভা।
-
স্থানীয় মাঠ থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেট, তারপর মুম্বাইয়ের ঘরোয়া টুর্নামেন্ট-সবখানেই নিজেকে আলাদা করে চিনিয়ে দেন তিনি।
-
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাকে টেনে আনে আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও প্রকৃত আসল সূর্যকুমারকে দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। রোহিত শর্মার নেতৃত্বে দলের অন্যতম ভরসার জায়গা হয়ে ওঠেন তিনি। মাঝের ওভারে ঝড় তোলা কিংবা শেষদিকে ফিনিশারের ভূমিকায়, সবক্ষেত্রেই আলাদা ছাপ রেখেছেন।
-
ভারতের জাতীয় দলে ডাক পেতে অনেকটা দেরি হলেও, সুযোগ পেয়েই নিজের ক্লাস দেখিয়েছেন সূর্যকুমার।
-
২০২১ সালে অভিষেকের পর থেকেই তিনি রানের বন্যা বইয়ে দেন। শট খেলায় তার বৈচিত্র্য, বিশেষ করে স্কুপ, রিভার্স সুইপ কিংবা ব্যাকওয়ার্ড অঞ্চলে অদ্ভুত সব শট খেলে ভক্তদের মন জয় করেছেন।
-
টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি এখন বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটারদের মধ্যে অন্যতম। রানের পাশাপাশি স্ট্রাইক রেটের দিক থেকেও তিনি অন্যদের চেয়ে এগিয়ে। তার ব্যাটিং অনেক সময় ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দেয় এবি ডি ভিলিয়ার্সকে।
-
সূর্যকুমারের ক্যারিয়ার মোটেও সহজ ছিল না। দলে জায়গা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, একাধিকবার বাদ পড়ার কষ্টও সইতে হয়েছে। তবে প্রতিবারই আরও শক্ত হয়ে ফিরে এসেছেন তিনি। চোট থেকে ফিরে আসার পরও যে মানসিক দৃঢ়তা তিনি দেখান, তা অনুপ্রেরণার জায়গায় দাঁড়িয়েছে।
-
আজ ৩৪ বছরে পা দিলেন সূর্যকুমার যাদব। বিশেষ এই দিনে ভক্তরা চাইছেন সামনে যেন আরও অনেক ম্যাচে ভারতের জয়গাথা রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ জেতার স্বপ্নে তার ব্যাটই ভারতের অন্যতম বড় ভরসা।