এনসিপির ইফতারে যোগ দিলেন যেসব রাজনৈতিক দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১১ মার্চ ২০২৫
এনসিপির ইফতারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম অংশগ্রহণ করেন

ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিক, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এই ইফতারের আয়োজন করা হয়।

এনসিপির ইফতারে যোগ দিলেন যেসব রাজনৈতিক দলের নেতারা

সরেজমিনে দেখা যায়, ইফতারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ বিভিন্ন ইসলামি দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

এনএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।